Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


শিরোনাম
অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ ৭ম ধাপ সম্পন্ন
বিস্তারিত

২৬ মার্চ, মঙ্গলবার, ১২০০ টায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর কর্তৃক আয়োজিত জেলাভিত্তিক ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ-৭ম ধাপ) এর সমাপনী অনুষ্ঠান জেলা কার্যালয়ের প্রশিক্ষণার্থী ব্যারাকের শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। গত ৬ মার্চ থেকে শুরু হওয়া জেলার তিনটি উপজেলা হতে মোট ৪০ জন যোগ্য ও নির্বাচিত প্রশিক্ষণার্থী উক্ত প্রশিক্ষণে অংশ নেন এবং সফল্ভাবে তা সম্পন্ন করেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের সর্ববৃহৎ শৃঙ্খলা বাহিনী হিসেবে তার জন্মলগ্ন থেকে জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। দেশের প্রতিটি দুর্যোগ মুহূর্তে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হওয়া এ বাহিনীর সদস্য হতে পারা অত্যন্ত গৌরবের। উক্ত প্রশিক্ষণ গ্রহণের মধ্য দিয়ে এ গৌরবের অংশীদার হওয়ার যোগ্যতা অর্জন হলো। আগামীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে ও অদূর ভবিষ্যতে দেশের প্রয়োজনে বাহিনীর আহবানে সাড়া দিয়ে নিজেদের যোগ্যতা প্রদর্শনের মধ্যেই এ প্রশিক্ষণ গ্রহণের সার্থকতা নিহিত।” তিনি বিভিন্ন সামাজিক ও জনহিতকর কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা রক্ষায় অনন্য ভূমিকা রাখার মাধ্যমে বাহিনীর সুনাম বয়ে আনবে বলে আশাবাদ ব্যক্ত করেন। সদর উপজেলা প্রশিক্ষক সাগর হোসেনের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে কোর্সের সাথে সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিভাগীয় প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
26/03/2024
আর্কাইভ তারিখ
10/04/2024