Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (১ম ধাপ) ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার নিমিত্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম ২৪ এপ্রিল সদর ও মুজিবনগর উপজেলায় অনুষ্ঠিত হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


আমাদের অর্জনসমূহ

জননিরাপত্তা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দেশের সর্ববৃহৎ এই শৃঙ্খলা বাহিনী। অন্যান্য জেলার ন্যায় মেহেরপুর জেলাতেও  জননিরাপত্তায় কাজ করছে সাধারণ ও অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যাগণ। বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন ব্যাংকসমূহ, চিৎলা পাটবীজ খামার, প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনসহ মেহেরপুর জেলার ২৩ টি কেপিআই এ নিয়োজিত ১০৭ জন অঙ্গীভূত আনসার সদস্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে  চলেছে। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে ৭৫ জন ব্যাটালিয়ন আনসার সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে। এর পাশাপাশি ২০২২-২০২৩ অর্থবছরে উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রে ১২ জন করে মোট ১০৫৬ জন, জেলা পরিষদ নির্বাচনে ১২ জন, মেহেরপুর সদর উপজেলা আমদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৭০ জন, গাংনী পৌরসভা নির্বাচন ০৯ জন, মটমুড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩৪ জন, কাথুলী ইউনিয়ন পরিষদের উপনির্বাচনে ১৭ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাগণ অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছেন। এছাড়া ২০২২-২০২৩ অর্থবছরে অনুষ্ঠিত দুর্গাপূজায় ২৩২ জন আনসার ও ভিডিপির সদস্য-সদস্যাগণ অত্যন্ত নিষ্ঠার সাথে তাদের অর্পিত দায়িত্ব যথাযথ পালন করেছেন।  

দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং দক্ষতা উন্নয়নের জন্য আনসার ভিডিপি বিভিন্ন ধরনের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ যেমন- কম্পিউটার, মোটর ড্রাইভিং, অটোমেকানিক্স, ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং, সেলাই ও ফ্যাশন ডিজাইন ইত্যাদি একুশ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করছে। আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের আর্থ- সামাজিক উন্নয়ন স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আনাসার ভিডিপি উন্নয়ন বাংক স্বল্প সুদে ঋণ দিয়ে আসছে।

উন্নয়নের প্রাথমিক ও মূল শর্ত হচ্ছে দক্ষ জনসম্পদ। তৃণমূল পর্যায়ের সদস্য/সদস্যাদের দক্ষ জনসম্পদে গড়ে তোলাই এ বাহিনীর অন্যতম উদ্দেশ্য। বাহিনীর সদস্য/সদস্যাদের আর্থ-সামাজিক উন্নয়ন তথা স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকারি নীতিমালা অনুযায়ী অত্র বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ব্যাপক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করা হচ্ছে।


বিগত ও চলতি অর্থবছরে এই জেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড নিম্নরূপ: 

২০২২-২০২৩ অর্থবছরে প্রশিক্ষণার্থীদের থাকার জন্য প্রশিক্ষণ ব্যারাক সংস্কার করা হয়েছে। উক্ত ব্যারাকে প্রায় ৬০-৭০ জন প্রশিক্ষণার্থীর আবাসন ব্যবস্থাসহ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। জেলা কার্যালয়ের অভ্যন্তরে ড্রেইন নির্মাণ কাজ চলমান রয়েছে। উক্ত কাজের জন্য ব্যয় ২৯,৬৫,২৯৯.২১ (ঊনত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশত নিরানব্বই টাকা একুশ পয়সা মাত্র)। জেলা কার্যালয়ের অভ্যন্তরে প্রশিক্ষণার্থীদের জন্য একটি ডাইনিং রুম নির্মাণ করা হয়েছে। “গার্ড অব অনার” প্রদানকারী অকুতোভয় ০৬ জন বীর মুক্তিযোদ্ধা- মোঃ সিরাজ উদ্দিন, মরহুম মহিউদ্দিন, মরহুম নজরুল ইসলাম, মরহুম মফিজ উদ্দিন, মরহুম অছির আলী মল্লিক (অস্থির), মরহুম সাহেব আলীসহ মোট ০৬ টি বাড়ি সংস্কার/মেরামত বাবদ ১৫,১৩,৭৩২ (পনের লক্ষ তের হাজার সাতশত বত্রিশ) হাজার টাকা মাত্র বরাদ্দ পাওয়া যায় এবং ১৪,৩৮,০৩১ (চৌদ্দ লক্ষ আটত্রিশ হাজার একত্রিশ) টাকা মাত্র ব্যয়ে বাড়ি সংস্কার/মেরামত সম্পন্ন করা হয়

  • মেহেরপুর জেলার দরিদ্র অসহায় গৃহহীন বীর মুক্তিযোদ্ধা মোঃ নুরুন্নবীকে ২ লক্ষ ৭৫ হাজার টাকা ব্যয়ে ০১ টি গৃহ নির্মাণ করে দেয়া হয়েছে। ভবিষ্যতে আরো অসহায় সদস্যদের জন্য গৃহ নির্মাণ করা হবে।
  • আনসার-ভিডিপির সদস্যদের জন্য ০৩ টি ক্লাব-সমিতির সংস্কার কাজে ৩ লক্ষ টাকা ব্যয় হয়েছে। তাছাড়া উপজেলাধীন ক্লাব-সমিতিতে খেলাধুলা করার জন্য বিভিন্ন প্রকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে।
  • গত ২০২২-২০২৩ অর্থবছরে মৃত্যুজনিত কারণে ০৩ জন আনসার সদস্যদের পরিবারকে প্রায় ১৬ লক্ষ টাকা এবং চলতি অর্থবছরে মৃত্যুজনিত কারণে ০১ আনসার সদস্যের পরিবারকে ৫ লক্ষ টাকা প্রদান করা হয়েছে।
  • গত ২০২২-২০২৩ অর্থবছরে “গার্ড অব অনার” প্রদানকারী ০২ জন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর চিকিৎসাজনিত কারণে ০৩ লক্ষ ২৫ হাজার টাকা প্রদান করা হয়েছে এবং চলতি অর্থবছরে “গার্ড অব অনার” প্রদানকারী ০১ জন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর চিকিৎসাজনিত কারণে ৫০ হাজার টাকা প্রদান করা হয়েছে।
  • গত অর্থবছরে এই জেলা কার্যালয় হতে ০৩ জন কর্মচারী শুদ্ধাচার পুরস্কারে ভূষিত হয়েছেন।
  • গত ৪৩তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে ০১ জন কর্মচারীকে সমাবেশ পুরস্কার প্রদান করা হয়েছে।
  • ০১ জন ভিডিপি সদস্যকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয় এবং ০৯ হাজার টাকার চেক ও ক্রেস্ট প্রদান করা হয়।
  • গবাদী পশু পালন প্রকল্প অনুদান বাবদ ০১ জন ইউনিয়ন দলনেত্রী ও ০১ জন ভিডিপি সদস্যকে ৫০,০০০ হাজার টাকা করে মোট ১০০০০০ টাকা এবং ০১ জন ওয়ার্ড দলনেতাকে হাঁস-মুরগী পালন প্রকল্প অনুদান বাবদ ৫০,০০০ হাজার টাকা প্রদান করা হয়।


অত্র জেলার প্রশিক্ষণ ও অন্যান্য কর্মকাণ্ড নিম্নরূপ: 

  • গত ২০২২-২০২৩ অর্থবছরে ১৯২ জন সদস্যকে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ পরিচালনায় প্রায় ৩ লক্ষ ৮৯ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। চলতি অর্থবছরে ১৯২ জন সদস্যকে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। উক্ত প্রশিক্ষণ পরিচালনায় প্রায় ৩ লক্ষ ৮৯ হাজার ৭০০ টাকা ব্যয় হয়েছে। গত ২২-২৩ অর্থবছরে ৬০ জন সদস্যকে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়েছে এবং প্রশিক্ষণ শেষে প্রশিক্ষণার্থীদের শটগান ফায়ারিং করানো হয়েছে। উক্ত অস্ত্র প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীর সম্পূর্ণ বিনা খরচে আবাসিকভাবে প্রশিক্ষণ করানো হয়েছে এবং সর্বমোট ব্যয় হয়েছে ৩ লক্ষ ৪০ হাজার ৪০০ টাকা এবং চলতি অর্থবছরে ৩য় ধাপ পর্যন্ত ১৩০ জন সদস্যকে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ করানো হয়েছে। উক্ত প্রশিক্ষণে ব্যয় ৬ লক্ষ ৯৭ হাজার ৬০০ টাকা। বর্তমানে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ∑৪র্থ ধাপ) চলমান রয়েছে আরো ০৩ টি ধাপ অর্থাৎ ৭ম ধাপ পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রায় ২৫০০ জন জনবলকে অস্ত্রসহ ০৩ দিনের বিশেষ মৌলিক প্রশিক্ষণ দ্বারা আইনশৃঙ্খলার দায়িত্ব পালনের জন্য প্রস্তুত করা হবে।
  • তাছাড়া গত অর্থবছর ও চলতি অর্থবছরে বাহিনীর সম্পূর্ণ নিজস্ব ব্যয়ে মেহেরপুর জেলার ১৫ জন সদস্যকে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ২৫ জন সদস্যকে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ, ০৪ জন সদস্যাদের সেলাই প্রশিক্ষণ ও ০২ জন সদস্যকে টাইলস সেটিং প্রশিক্ষণ করানো হয়। উক্ত প্রশিক্ষণের উদ্দেশ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক অবস্থার উন্নয়নে সক্ষমতা সৃষ্টি। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি তৈরি করা।
  • গত ২০২২-২০২৩ অর্থবছরে প্রায় ১৮৪৫ টি এবং চলতি অর্থবছরে ৩০০০ টি বৃক্ষরোপণ করা হয়েছে। গরীব ও দুস্থ আনসার ও ভিডিপি সদস্যদের মধ্যে প্রায় ২৭৫ টি শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

অত্র জেলায় ৬৪০ জন আনসার সদস্য, ১৬৭০৪ জন ভিডিপি সদস্য, ৫৭৬ জন টিডিপি সদস্য, ৫৭৬ জন টিডিপি সদস্যা, ৩৪৫ জন উপজেলা কোম্পানী (পুরুষ), ৯৬ জন উপজেলা প্লাটুনভুক্ত আনসার (মহিলা) , ইউনিয়ন দলনেতা-দলনেত্রী ৩৮ জন, ওয়ার্ড দলনেতা-দলনেত্রী ৩৫ জনসহ সর্বমোট=১৯০১০ জন সদস্য-সদস্যা দেশের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আমাদের প্রস্তুতি চলমান। মেহেরপুর জেলা ২০৬ টি ভোটকেন্দ্রে সর্বমোট প্রায় ২৫০০ জন আনসার-ভিডিপির সদস্য-সদস্যা মোতায়েন হবেন । আসন্ন শারদীয় দুর্গোৎসবে জেলার ৪৩ টি পূজামন্ডপে বিভিন্ন পদবির ২৮০ জন সদস্য-সদস্যা নিরাপত্তা রক্ষার্থে নিয়োজিত থাকবেন।