Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


আমাদের অর্জনসমূহ

জননিরাপত্তা ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে দেশের সর্ববৃহৎ এ শৃঙ্খলা বাহিনী। অন্যান্য জেলার ন্যায় মেহেরপুর জেলাতেও জননিরাপত্তায় কাজ করছে সাধারণ ও অঙ্গীভূত আনসার সদস্য-সদস্যাগণ। বিদ্যুৎ কেন্দ্র, বিভিন্ন ব্যাংক, চিৎলা পাটবীজ খামার, প্রত্নতাত্ত্বিক স্থাপনাসমূহ, উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনসহ মেহেরপুর জেলার ২৪টি কেপিআই-এ নিয়োজিত ১০৯ জন অঙ্গীভূত আনসার সদস্য নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করে চলেছে। মুজিবনগর মুক্তিযুদ্ধ স্মৃতি কমপ্লেক্সে ৭৫ জন আনসার ব্যাটালিয়ন সদস্য নিরাপত্তায় নিয়োজিত রয়েছে।

দেশের বেকারত্ব দূরীকরণ, দারিদ্র্য বিমোচন এবং দক্ষতা উন্নয়নের জন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বিভিন্ন ধরনের মৌলিক প্রশিক্ষণের পাশাপাশি কারিগরি প্রশিক্ষণ যেমন- কম্পিউটার, মোটর ড্রাইভিং, অটোমেকানিক্স, ইলেক্ট্রিক্যাল হাউজ ওয়্যারিং, সেলাই ও ফ্যাশন ডিজাইন ইত্যাদি একুশ ধরনের প্রশিক্ষণ পরিচালনা করছে। আনসার ভিডিপি সদস্য-সদস্যাদের আর্থ-সামাজিক উন্নয়নে স্বাবলম্বী করে গড়ে তোলার জন্য আনাসার ভিডিপি উন্নয়ন বাংক স্বল্প সুদে ঋণ দিয়ে আসছে।

উন্নয়নের প্রাথমিক ও মূল শর্ত হচ্ছে দক্ষ জনসম্পদ। তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যাদের দক্ষ জনসম্পদে গড়ে তোলাই এ বাহিনীর অন্যতম উদ্দেশ্য। বাহিনীর সদস্য-সদস্যাদের আর্থ-সামাজিক উন্নয়ন তথা স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে সরকারি নীতিমালা অনুযায়ী অত্র বাহিনীর প্রশিক্ষণ কর্মসূচির আওতায় ব্যাপক জনগোষ্ঠীকে প্রশিক্ষিত করা হচ্ছে। ২০২৩-২০২৪ অর্থবছরে এই জেলার অর্জনসমূহ নিম্নে সংক্ষেপে তোলে ধরা হলো:


 প্রশিক্ষণ

  • ২০২৩-২০২৪ অর্থবছরে ১৯২ জন সদস্যকে অস্ত্রবিহীন ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (গ্রামভিত্তিক ১০ দিন মেয়াদি) প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ পরিচালনায় প্রায় ৩৮৯৭০০.০০ (তিন লক্ষ ঊননব্বই হাজার সাতশত) টাকা ব্যয় হয়। ৭টি ধাপে ৩৭৫ জন সদস্যকে ২১ দিন মেয়াদি অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণ পরিচালনায় প্রায় ১৮,৮৪০৬০.০০ (আঠার লক্ষ চুরাশি হাজার ষাট) টাকা ব্যয় হয় এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে ০২ টি ধাপে ১৩০ জন পিসি ও এপিসিকে অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ প্রদান করা হয়। উক্ত প্রশিক্ষণে ব্যয় ১,৯৪,৬০০.০০ (এক লক্ষ চুরানব্বই হাজার ছয়শত) টাকা।
  • চলতি অর্থবছরে বাহিনীর সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে মেহেরপুর জেলার ২০ জন সদস্যকে ০২ টি ধাপে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে বেসিক কম্পিউটার প্রশিক্ষণ, ৩০ জন সদস্যকে ০৬ টি ধাপে মোটর ড্রাইভিং প্রশিক্ষণ, ০৮ জন সদস্যাদের ০২ টি ধাপে সেলাই ও ফ্যাশন ডিজাইন প্রশিক্ষণ, ০৩ জন সদস্যকে ০১ টি ধাপে প্লাম্বিং এ্যান্ড পাইপ ফিটিং, ০১ জন সদস্যকে ০১ টি ধাপে ইলেকট্রিশিয়ান, ০১ জন সদস্যকে ০১ টি ধাপে ফ্রিজ ও এয়ারকন্ডিশনার মেরামত প্রশিক্ষণ, ০৫ জন সদস্যকে ০১ টি ধাপে সোয়েটার মেশিন অপারেটিং প্রশিক্ষণ ও ০৪ জন সদস্যকে ০১ টি ধাপে ওভেন মেশিন অপারেটিং প্রশিক্ষণ করানো হয়। উক্ত প্রশিক্ষণের উদ্দেশ্য হলো কর্মসংস্থান সৃষ্টি ও আর্থিক অবস্থার উন্নয়নে সক্ষমতা সৃষ্টি ও দক্ষ জনশক্তি তৈরি করা।


 উন্নয়ন

  • প্রশিক্ষণার্থীদের থাকার জন্য প্রশিক্ষণ ব্যারাক সংস্কার করা হয়। উক্ত ব্যারাকে প্রায় ৬০-৭০ জন প্রশিক্ষণার্থী আবাসন ব্যবস্থাসহ প্রশিক্ষণ গ্রহণ করতে পারবে। জেলা কার্যালয়ের অভ্যন্তরে ড্রেইন নির্মাণ কাজ চলমান রয়েছে। উল্লিখিত কাজের জন্য ২৯,৬৫,২৯৯.২১ (ঊনত্রিশ লক্ষ পঁয়ষট্টি হাজার দুইশত নিরানব্বই টাকা একুশ পয়সা মাত্র) বরাদ্দ প্রদান করা হয়।
  • গাংনী উপজেলার বাঁশবাড়িয়া আনসার ভিডিপি ক্লাব এবং মুজিবনগর উপজেলার রশিকপুর আনসার ভিডিপি ক্লাব মোট ০২ টি ক্লাব-সমিতির সংস্কার কাজে বরাদ্দকৃত ২০০০০০.০০ (দুই লক্ষ) টাকা ব্যয়িত হয়।
  • গবাদী পশু পালন প্রকল্প অনুদান বাবদ ০১ জন ইউনিয়ন দলনেত্রী মোছাঃ রেশমা খাতুন, মহাজনপুর ইউনিয়ন, মুজিবনগর ও ০১ জন ভিডিপি সদস্য মোঃ আবু ইউসুফ, গাঁড়াডোব, গাংনী, মেহেরপুরকে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা হারে মোট ১০০০০০.০০ (এক লক্ষ) টাকা এবং ০১ জন ওয়ার্ড দলনেতা মোঃ সামসুজ্জামান খান, ০৮ নং ওয়ার্ড, সদর, মেহেরপুরকে হাঁস-মুরগী পালন প্রকল্প অনুদান বাবদ ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়।


 কল্যাণ

  • চলতি অর্থবছরে গাংনী উপজেলাধীন ০১ জন দুস্থ ও অসহায় ভিডিপি সদস্য জুলেখা খাতুন, রায়পুর, গাংনী, মেহেরপুর এর গৃহ নির্মাণ বাবদ ৩৭৪৮৭৫.০০ (তিন লক্ষ চুয়াত্তর হাজার আটশত পঁচাত্তর) টাকা মাত্র বরাদ্দ প্রদান করা হলে তা দ্বারা গৃহনির্মাণ করে দেওয়া হয়।
  • ০১ জন ইউনিয়ন দলনেত্রী মমতাজ পারভীন, বারাদী ইউনিয়ন, সদর, মেহেরপুরকে শারীরিক/মানসিক বিশেষ চাহিদা সম্পন্ন ভিডিপি সদস্যের সন্তানের চিকিৎসা অনুদান বাবদ ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা প্রদান করা হয়।
  • ২০২৩-২০২৪ অর্থবছরে মৃত্যুজনিত কারণে ০১ জন অঙ্গীভূত আনসার সদস্য রাহিদুল ইসলাম, দারিয়াপুর, মুজিবনগর, মেহেরপুর এর পরিবারকে ৫,০০০০০.০০ (পাঁচ লক্ষ) এবং ০১ জন বিশেষ আনসার সদস্য আতাউর রহমান, কুমারীডাংগা, গাংনী, মেহেরপুর এর পরিবারকে ৬,০০০০০.০০ (ছয় লক্ষ) টাকা প্রদান করা হয়।
  • ২০২৩-২০২৪ অর্থবছরে “গার্ড অব অনার” প্রদানকারী ০১ জন বীর মুক্তিযোদ্ধা সহকারী প্লাটুন কমান্ডার মরহুম মহিউদ্দীন এর স্ত্রী হাজিরা খাতুন এর চিকিৎসাজনিত কারণে ৫০,০০০.০০ (পঞ্চাশ হাজার) টাকা প্রদান করা হয়।
  • ২০২৩-২০২৪ অর্থবছরে ০১ (এক) জন উপজেলা প্রশিক্ষিকা শুদ্ধাচার পুরস্কার পান।
  • চলতি অর্থবছরে ৫০ টি শীতবস্ত্র বিতরণ করা হয়।


 অন্যান্য

  • দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৪ উপলক্ষ্যে ২০৭ টি কেন্দ্রে ২০৭ জন পিসি, ২০৭ জন এপিসি, ১২৪২ জন আনসার (পুরুষ) এবং ৮২৮ জন আনসার (মহিলা)সহ সর্বমোট ২৪৮৪ জন সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেন। উক্ত নির্বাচনে দায়িত্বপালনকারী সদস্যদের সম্মানী ও নির্বাচনী ব্যয় বাবদ ১৭৪৮০৯৬৯.০০ (এক কোটি চুয়াত্তর লক্ষ আশি হাজার নয়শত উনসত্তর) টাকা মাত্র বরাদ্দ পাওয়া যায় যা দায়িত্ব পালনকারী সদস্যদের ভাতা ও নির্বাচন ব্যয় নির্বাহ করা হয়।
  • ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (১ম ও ২য় ধাপ) উপলক্ষ্যে ২৩৬ টি কেন্দ্রে ২৩৬ জন পিসি, ৪৭২ জন এপিসি, ১৫৬১ জন আনসার (পুরুষ) এবং ৯৯৯ জন আনসার (মহিলা)সহ সর্বমোট ৩২৬৮ জন সদস্য-সদস্যা এবং সশস্ত্র আনসার/ভিডিপি টিম হিসেবে ৬০ জন সদস্য দায়িত্ব পালন করেন। উক্ত নির্বাচনে দায়িত্বপালনকারী সদস্যদের সম্মানী ও নির্বাচনী ব্যয় বাবদ ২২৩১০৫২৮.০০ (দুই কোটি তেইশ লক্ষ দশ হাজার পাঁচশত আটাশ) টাকা মাত্র বরাদ্দ দেওয়া হয়। তন্মধ্যে ১ম ধাপের নির্বাচনে দায়িত্ব পালকারীদের সম্মানী ভাতা ও নির্বাচনি ব্যয় সম্পন্ন হয়। ২য় ধাপের টাকা বরাদ্দ না পাওয়ায় তা অপরিশোধিত রয়েছে।
  • শারদীয় দুর্গাপূজা ২০২৩ উপলক্ষ্যে ৪৩ টি পূজামন্ডপে ১১ জন পিসি, ৪৩ জন এপিসি, ১৪০ জন আনসার (পুরুষ) এবং ৮৬ জন আনসার (মহিলা)সহ সর্বমোট ২৮০ জন সদস্য-সদস্যা দায়িত্ব পালন করেন। উক্ত শারদীয় দুর্গাপূজা-২০২৩ এ পূজামন্ডপে দায়িত্বপালনকারী সদস্যদের সম্মানী বাবদ ৮১৪২০০.০০ (আট লক্ষ চৌদ্দ হাজার দুইশত) টাকা মাত্র বরাদ্দ প্রদান করা হয়।
  • জেলা সমাবেশ ২০২৩ পালন উপলক্ষ্যে বরাদ্দকৃত ৩২৫০০০.০০ (তিন লক্ষ পঁচিশ হাজার) টাকা ব্যয়িত হয়।
  • ২০২৩-২০২৪ অর্থবছরে ৩০০০ টি বৃক্ষরোপণ করা হয়।
  • সদর দপ্তর অপারেশন শাখা কর্তৃক ১১৩ জন ভাতাভোগী সদস্য-সদস্যাদের আইডি কার্ড প্রদান করা হয়।
  • অপারেশন সুরক্ষা যাতায়াতের আওতায় গত ২৯-২০-২০২৩ খ্রি. হতে ১৩-১২-২০২৩ খ্রি. পর্যন্ত বিভিন্ন সময় রেলস্টেশন, বাসস্টেশন, লঞ্চঘাট, সরকারি-বেসরকারি গুরুত্বপূর্ণ স্থাপনা এবং জনগুরুত্বপূর্ণ স্থানে পুলিশ বাহিনীকে সহায়তা প্রদানের লক্ষ্যে ২০ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করে।
  • অত্র জেলায় ৬৪০ জন সাধারণ আনসার সদস্য, ১৩৫৬৮ জন ভিডিপি সদস্য-সদস্যা,  উপজেলা কোম্পানিভুক্ত আনসার (পুরুষ) ৩৪৫ জন, উপজেলা প্লাটুনভুক্ত আনসার (মহিলা) ৯৬ জন সহ সর্বমোট ১৪৬৪৯ জন সদস্য-সদস্যা দেশের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলায় সর্বদা প্রস্তুত।