Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন ২০২৪ (১ম ধাপ) ভোটকেন্দ্রে আইনশৃঙ্খলা রক্ষার নিমিত্ত আনসার-ভিডিপি সদস্য-সদস্যা বাছাই কার্যক্রম ২৪ এপ্রিল সদর ও মুজিবনগর উপজেলায় অনুষ্ঠিত হবে। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


ভবিষৎ পরিকল্পনা

জেলা কার্যালয় মেহেরপুর এর ভবিষ্যৎ পরিকল্পনাসমূহ 

  • ২০২৫ সালের মধ্যে বিভিন্ন মৌলিক, কারিগরি, পেশাভিত্তিক ও দক্ষতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ প্রদান করে ১০০০ (এক হাজার) জন আনসার/ভিডিপি সদস্যকে দক্ষ মানব সম্পদ রূপে গড়ে তোলা;
  • ২০৩০ সালের মধ্যে ৩৫০ (তিনশত পঞ্চাশ) জন সাধারণ আনসার সদস্যকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে সরকারি-বেসরকারি সংস্থার নিরাপত্তা প্রদানের জন্য সক্ষম করে গড়ে তোলা;
  • আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জনবলের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে দেশে বিদেশে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান করা;
  • ২০৩০ সালের মধ্যে দুর্যোগ মোকাবেলায় ১৮০০ স্বেচ্ছাসেবী তৈরি করা;
  • মূল গেট/ফটক নির্মাণ;
  • গ্যারেজ সংস্কার;
  • জেলা কমান্ড্যান্টের বাংলো নির্মাণ;
  • অফিস ভবন নির্মাণ/সংস্কার;
  • প্রশিক্ষণ শেড নির্মাণ।


বাহিনী সম্পর্কিত

  • জাতীয় কৌশলগত পরিকল্পনার রূপকল্প ২০৪১ বা ভিশন ২০৪১ কে সামনে রেখে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলায় বর্তমান অবস্থা থেকে প্রশাসনিক, প্রশিক্ষণ ও আভিযানিক উৎকর্ষ সাধনের লক্ষ্যে ধাপে ধাপে  (লক্ষ্য-২০৩০, লক্ষ্য-২০৩৫, লক্ষ্য-২০৪১) Ansar &VDP GOALS-2041 (আনসার ও ভিডিপি লক্ষ্যমাত্রা-২০৪১) অর্জনের অভীষ্ট লক্ষ্য নির্ধারণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।                                                                     
  • বাংলাদেশে অবস্থিত USA এর অ্যাম্বাসেডর/কূটনৈতিকদের নিরাপত্তার দায়িত্ব পালনে আনসার মোতায়েনের প্রেক্ষিতে একটি সমঝোতা স্মারক (MOU) স্বাক্ষরিত হয় এবং সে প্রেক্ষিতে যাবতীয় নিরাপত্তা প্রক্রিয়া সম্পন্ন শেষে USA অ্যাম্বাসি কূটনৈতিকদের নিরাপত্তায় আনসার সদস্য মোতায়েনের লক্ষ্যে উভয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
  • ভাতাভোগী সদস্য-সদস্যাদের দীর্ঘদিনের দাবি আইডি কার্ড প্রণয়ন, শীতকালীন জ্যাকেট প্রদান। গত ০১-১০-২০২৩ খ্রি. তারিখে বাহিনীর মহাপরিচালক মহোদয়ের সাথে অনুষ্ঠিত ভিটিসি (ভিডিওি টেলিকনফারেন্সিং) সভায় সিদ্ধান্ত গৃহীত হয় যে, নভেম্বর ২০২৩ এর মধ্যে ভাতাভোগী সদস্য-সদস্যাদের আইডি কার্ড ও  শীতকালীন জ্যাকেট প্রদান শতভাগ কার্যকর করা হবে এবং বর্তমানে এর কার্যক্রম চলমান রয়েছে।