Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


শিরোনাম
সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি মোতায়েন কার্যক্রম সম্পন্ন
বিস্তারিত

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলা যাবতীয় প্রস্তুতি সম্পন্ন করেছে । আগামী ০৭ জানুয়ারি জেলার ২০৭ টি ভোটকেন্দ্রে ২৪৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন। এর মধ্যে ২০৭ জন পিসি, ২০৭ জন এপিসি, ১২৪২ জন  আনসার/ভিডিপি সদস্য এবং ৮১৬ জন মহিলা সদস্য রয়েছেন। মোতায়েনের পূর্বে পিসি, এপিসিদের অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়। জনবল বাছাইয়ের পূর্বে প্রশিক্ষণ প্রাপ্ত সদস্য-সদস্যাদের অগ্রাধিকার দেওয়া হয়। ভোটকেন্দ্রের বাইরে সার্বিক নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স দায়িত্ব পালন করছে । ২০২৩ এর ২৯ ডিসেম্বর হতে ১০ জানুয়ারি পর্যন্ত মোট ১৩ দিনের জন্য রিটার্নিং অফিসারের পরিকল্পনা অনুযায়ী অন্যান্য বাহিনীর সহযোগী হিসেবে দায়িত্ব পালন করবে। প্রতিটি উপজেলায় এক সেকশন করে জেলার তিন উপজেলায় ০৩টি এবং জেলায় এক প্লাটুন হিসেবে ৫৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য মোবাইল স্ট্রাইকিং ফোর্স হিসেবে মোতায়েন রয়েছে। মোতায়েনের পুর্বে তাদের প্রয়োজনীয় প্রশিক্ষণ ও ব্রিফিং প্রদান করা হয়েছে। একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন উপহার দিতে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলার সদস্যরা সর্বাত্মক সহযোগিতার মনোভাব নিয়ে দায়িত্ব পালনে বদ্ধ পরিকর।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
05/01/2024
আর্কাইভ তারিখ
15/01/2024