Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


শিরোনাম
সংসদ নির্বাচনে আনসার-ভিডিপি সদস্যদের দায়িত্ব পালন শেষে প্রত্যাবর্তন
বিস্তারিত

০৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন ভোটকেন্দ্রে দায়িত্ব পালন শেষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলার সদস্যরা নিরাপদে নিজ নিজ আবাসস্থলে প্রত্যাবর্তন করেছেন। জেলার ২০৭ টি ভোটকেন্দ্রে ২৪৮৪ জন আনসার ও ভিডিপি সদস্য/সদস্যা নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এর মধ্যে ২০৭ জন পিসি, ২০৭ জন এপিসি, ১২৪২ জন  আনসার/ভিডিপি সদস্য এবং ৮১৬ জন মহিলা সদস্য ছিলেন। ভোটকেন্দ্রের বাইরে সার্বিক নিরাপত্তায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আনসার ব্যাটালিয়ন স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনরত ৫৬ জন আনসার ব্যাটালিয়ন সদস্য তাদের স্ব-স্ব ব্যারাকে ফিরে গেছেন। রিটার্নিং অফিসারের সাথে সমন্বয় করে জেলা কমান্ড্যান্ট কর্তৃক ছাড়পত্র দিয়ে তাদের ফেরত পাঠানো হয়। একটি সুষ্ঠু, সুন্দর, অবাধ, বিশ্বাসযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর জেলার সদস্যরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। নির্বাচন সংশ্লিষ্ট সকলেই তাদের এই গুরুত্বপূর্ণ ভূমিকার ভূয়সী প্রশংসা করেন ।

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/01/2024
আর্কাইভ তারিখ
31/01/2024