Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


Title
Inauguration of 1st phase of refresher training with arms held
Details

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর কর্তৃক আয়োজিত ০৩ দিন মেয়াদি অস্ত্রসহ সতেজকরণ প্রশিক্ষণ ১ম ধাপের এর উদ্বোধনী অনুষ্ঠান অদ্য ২১ নভেম্বর ১২০০ টায় জেলা কার্যালয়ের প্রশিক্ষণ শ্রেণিকক্ষে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্ত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর শুভ উদ্বোধন ঘোষণা করেন। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনসার ও ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক ২১ নভেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণ ২৩ নভেম্বর সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শেষ হবে। পিসি/এপিসি হিসেবে যে সকল আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন তাদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন। জেলার তিনটি উপজেলা হতে মোট ৬৫ জন আনসার ও ভিডিপি সদস্য এতে অংশ নেন। এ সময় কোর্সের সাথে সংশ্লিষ্ট কোর্স অ্যাডজুট্যান্ট মুজিবনগর উপজেলা আনসার কর্মকর্তা মিরাজুল ইসলাম, প্রশিক্ষণ কর্মকর্তা সিএ মোঃ আল মামুন, সদর উপজেলা প্রশিক্ষকা ফেরদৌসী বানু, সদর টিআই সাগর আহমেদসহ কোর্স সংশ্লিষ্ট বিভাগীয় প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

Attachments
Publish Date
21/11/2023
Archieve Date
23/11/2023