Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


Title
Security activities of Meherpur Ansar and VDP to maintain law and order and keep traffic normal
Details

আজ ০৫ নভেম্বর রবিবার দেশের কতিপয় রাজনৈতিক দলের আহুত দুই দিনব্যাপী অবরোধ পরিস্থিতিতে মেহেরপুর জেলার আইন-শৃঙ্খলারক্ষা, যানচলাচল স্বাভাবিক রাখা এবং যেকোনো প্রকারের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি রোধে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছে। ০৫ নভেম্বর থেকে ০৬ নভেম্বর পর্যন্ত দেশে চলমান অবরোধ পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক ও সচল রাখতে আনসার-ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা অনুসরণ করে এ সকল নিরাপত্তা কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে নতুন বাসস্ট্যান্ড এলাকায় সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত স্ট্যাটিক ডিউটি, জেলা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও গোডাউনে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটি পালন। আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবির ১২ জন সদস্য, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য ২০ জন সহ সর্বমোট ৩২ জন জনবলের চারটি সশস্ত্র টিম দুইদিন ব্যাপী এ দায়িত্ব পালন করবে। জেলার তিনটি উপজেলার বিভিন্ন কেপিআইগুলোতে এ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে উপমহাপরিচালক, খুলনা রেঞ্জ, খুলনা’র নির্দেশনা মোতাবেক জেলা কমান্ড্যান্টসহ অন্যান্য কর্মকর্তাগণ সার্বক্ষণিক মোতায়েন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।

Images
Attachments
Publish Date
05/11/2023
Archieve Date
07/11/2023