আজ ৩১ অক্টোবর মঙ্গলবার উদ্ভূত পরিস্থিতিতে মেহেরপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষা ও জনস্বার্থে জেলা ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রয়োজনীয় নিরাপত্তামূলক পদক্ষেপ গ্রহণ করেছে। ৩১ অক্টোবর থেকে ০২ নভেম্বর পর্যন্ত দেশে চলমান অবরোধ পরিস্থিতিতে জনজীবন স্বাভাবিক ও সচল রাখতে আনসার ও ভিডিপি সদর দপ্তরের নির্দেশনা অনুসরণ করে এসব পদক্ষেপ হাতে নেওয়া হয়েছে। পদক্ষেপসমূহের মধ্যে রয়েছে কলেজ মোড় নতুন বাসস্ট্যান্ড এলাকায় সকাল ছয়টা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত স্ট্যাটিক ডিউটি, জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় ও গোডাউনে ২৪ ঘণ্টা সার্বক্ষণিক নিরাপত্তা ডিউটি পালন। আনসার ব্যাটালিয়নের বিভিন্ন পদবির ১২ জন সদস্য, সাধারণ আনসার ও ভিডিপি সদস্য ২০ জন সহ সর্বমোট ৩২ জন জনবলের চারটি সশস্ত্র টিম তিনদিন ব্যাপী এ দায়িত্ব পালন করবে। জেলার তিনটি উপজেলার বিভিন্ন কেপিআইগুলোতে এ পরিস্থিতিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে উপমহাপরিচালক, খুলনা রেঞ্জ, খুলনা’র নির্দেশনা মোতাবেক জেলা কমান্ড্যান্টসহ অন্যান্য কর্মকর্তাগণ সার্বক্ষণিক মোতায়েন কার্যক্রম পর্যবেক্ষণ করছেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS