আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী মেহেরপুর কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ২০২৩-২০২৪ এর আলোকে উদ্ভাবনী পরিকল্পনা বাস্তবায়ন ও নৈতিকতা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ৩১ জানুয়ারি ২০২৪, বুধবার জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে তার অফিস কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। জেলা কার্যালয়সহ তিন উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ এতে অংশগ্রহণ করেন। জেলা কমান্ড্যান্ট উদ্ভাবনী পরিকল্পনা হিসেবে এমআরএএম টেকনোলজি ব্যবহার দ্বারা জেলার তৃণমূল পর্যায়ের সদস্য-সদস্যাদের মাঝে দ্রুততম উপায়ে বাহিনীর নির্দেশনাসমূহ যাতে পৌঁছে দেওয়া যায় তার উপর বিস্তারিত আলোচনা করেন। উপস্থিত সকল এর উপর মতামত ব্যক্ত করেন। সরকারি কর্মচারীদের প্রতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে নির্দেশনা রয়েছে তা যথাযথভাবে অনুসরণ দ্বারা নৈতিকতা বিষয়ক কমিটির যাবতীয় কার্যক্রম প্রতিপালন ও বাস্তবায়ন সম্ভব বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং তার আলোকে তাদের দায়িত্বপালনের আহবান জানান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মিরাজুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন প্রমুখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS