Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


Title
Participation of Meherpur District in 44th National Assembly of Ansar and VDP
Details

আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী ও ৪৪তম জাতীয় সমাবেশ উপলক্ষ্যে সদর দপ্তর কর্তৃক গৃহীত কর্মসূচির আলোকে মেহেরপুর জেলা আভি কার্যালয় বিবিধ কার্যক্রম সম্পন্ন করেছে। ১৪ জানুয়ারি প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনের মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। ১২ ফেব্রুয়ারি কুচকাওয়াজ প্যারেড আনসার ও ভিডিপি একাডেমি, সফিপুর, গাজীপুরে অনুষ্ঠিত হয়। এতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অভিবাদন গ্রহণ ও দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। মেহেরপুর জেলা হতে সংশ্লিষ্ট কর্মসূচিতে বিভিন্ন পদবির সদস্য-সদস্যাগণ অংশগ্রহণ করেন। গার্ড অব অনার প্রদানকারী ও বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য/প্রতিনিধিগণ প্যারেড, মাননীয় প্রধানমন্ত্রীর দরবার ও মহাপরিচালক মহোদয় কর্তৃক প্রদত্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত থাকেন। এদিকে আনসার ও ভিডিপি জেলা কার্যালয় মেহেরপুর সদর দপ্তর কর্তৃক ঘোষিত কর্মসূচির আলোকে ১০ ও ১১ ফেব্রুয়ারি আনসার ও ভিডিপি জামে মসজিদে প্রতি ওয়াক্ত নামাজ শেষে সমাবেশের সফলতা কামনা করে দোয়া ও মোনাজাতের ব্যবস্থা গ্রহণ করে। সমাবেশ উপলক্ষ্যে অফিস প্রাঙ্গণে ব্যানার ও আলোকসজ্জায় সজ্জিতকরণ, বিটিভিতে সরাসরি সম্প্রচারিত কুচকাওয়াজ প্যারেড ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ, ১৩ ফেব্রুয়ারি মহাপরিচালক মহোদয়ের দরবারে অফিস স্টাফ ও সদস্য-সদস্যাদের নিয়ে ভিটিসি’র মাধ্যমে টেলিকনফারেন্সে যুক্ত হওয়া ও অফিসের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে প্রীতিভোজ ইত্যাদি কর্মসূচি সম্পন্ন করে। জাতীয় সমাবেশ সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় অফিসের সকল মহান আল্লাহতালার দরবারে শোকরিয়া আদায় ও মহাপরিচালক মহোদয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।        

Image
Attachments
Publish Date
13/02/2024
Archieve Date
29/02/2024