জেলা আনসার ও ভিডিপি কার্যালয় মেহেরপুর কর্তৃক বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ), ২০২৩-২০২৪ অর্থবছরের সংযোজনী-৫(১.৪.২) এর আলোকে চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় বিষয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। ২৮ ফেব্রুয়ারি বুধবার জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্তের সভাপতিত্বে তার অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়। এতে জেলা কার্যালয়সহ তিন উপজেলার কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন এবং করণীয় বিষয়ে বিস্তর আলোচনা করেন। জেলা কমান্ড্যান্ট তার সমাপনী বক্তব্যে বলেন, ‘একবিংশ শতাব্দিতে তথ্যপ্রযুক্তি বা ইন্টারনেট আবিষ্কারের সহযোগিতায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস, ক্লাস্টার বেইজড টেকনোলজি, সাইবার সিকিউরিটি, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংকস (আইওটি), বায়োটেকনোলজির সঙ্গে অটোমেশন প্রযুক্তির সমন্বয়ে শুরু হয়েছে ৪র্থ শিল্প বিপ্লব। ৪র্থ শিল্প বিপ্লবের চ্যালেব্জ মোকাবেলায় দরকার প্রযুক্তিগত দক্ষতা উন্নয়নের মাধ্যমে উৎপাদনশীলতার বিকাশ ও প্রতিযোগিতায় টিকে থাকার সক্ষমতা অর্জন। জ্ঞানভিত্তিক এই শিল্প বিপ্লবে প্রাকৃতিক সম্পদের চেয়ে দক্ষ প্রাযুক্তিক মানব সম্পদ তৈরি অধিক গুরুত্বপূর্ণ। সে লক্ষ্যে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত ২৩টি ক্যাটাগরিতে প্রদত্ত প্রশিক্ষণে তরুণ প্রজন্মকে তথা যুব সমাজকে অধিকতর উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে দক্ষ মানব সম্পদ হিসেবে গড়ে তোলে এই চ্যালেঞ্জ মোকাবেলায় তৎপর হতে হবে। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ সাইদুর রহমান, মুজিবনগর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ মিরাজুল ইসলাম, সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ আল-মামুন প্রমুখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS