মেহেরপুর আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয়ের অধীন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের নিয়ে মাসিক সভা ১৮ আগস্ট ২০২৪ রবিবার অনুষ্ঠিত হয়েছে। জেলার তিনটি উপজেলায় মোট ১১৩ জন সদস্যদের নিয়ে স্ব স্ব উপজেলা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলার মাসিক সভা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। এতে জেলা কমান্ড্যান্ট প্রদীপ চন্দ্র দত্ত উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বাহিনীর সদ্য যোগদানকৃত মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এসজিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের তিন নীতি— সক্ষমতা, সাম্যতা, হক বিষয়ে সদস্যদের মাঝে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনা শেষে সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন জেলা কমান্ড্যান্ট। তিনি বলেন, নতুন বাংলাদেশের পদযাত্রায় বাহিনী নতুনরূপে এগিয়ে যাবে। সম্মানিত মহাপরিচালক মহোদয়ের সুযোগ্য নেতৃত্বে সকল সদস্যদের ন্যায়সংগত ও যৌক্তিক দাবি প্রতিষ্ঠা পাবে। সে পর্যন্ত সকলকে ধৈর্য্য ধারণ করে দায়িত্ব পালন করে যেতে বলেন। তিনি আরো বলেন, এমন কিছু করা উচিত হবে না যা বাহিনীর ভাবমূর্তিকে ক্ষুণ্ন করে।
সভায় জেলার সকল কর্মকর্তা-কর্মচারীসহ অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সাইদুর রহমান, সার্কেল আডজুটান্ট মোঃ আল-মামুন, সদর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী বানু, প্রশিক্ষক সাগর হোসেন, মুজিবনগর উপজেলা প্রশিক্ষিকা ফেরদৌসী আরা, প্রশিক্ষক মানিক মিয়া প্রমুখ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS