Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


Title
Celebrating the great independence and national day with due dignity
Details

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কার্যালয় মেহেরপুর ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪’ যথাযোগ্য মর্যাদা ও অত্যন্ত ভাব-গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করেছে। সূর্যোদয়ের সাথে সাথে ‘দি ফ্ল্যাগ রুলস ১৯৭২’ অনুযায়ী কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন এবং কলেজ মোড় সংলগ্ন শহিদ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ১১০০ টায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মানার্থে সংবর্ধনা অনুষ্ঠান প্রশিক্ষণার্থী ব্যারাকের ক্লাস রুমে অনুষ্ঠিত হয়। এতে মুজিবনগর আম্রকাননে বাংলাদেশের প্রথম সরকারকে গার্ড অব অনার প্রদানকারী বীর মুক্তিযোদ্ধা মোঃ আজিম উদ্দীন শেখ, বীর মুক্তিযোদ্ধা মোঃ সিরাজ উদ্দীন ও বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুন্নবী উপস্থিত হলে জেলা কমান্ড্যান্ট জনাব প্রদীপ চন্দ্র দত্ত তাদের ফুল দিয়ে বরণ করেন আলোচনা সভায় তারা মুক্তিযুদ্ধের বিভিন্ন স্মৃতিবিজড়িত ঘটনা তুলে ধরেন। জেলা কমান্ড্যান্ট তাদের হাতে সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন। আলোচনা সভা পরবর্তীতে মুক্তিযুদ্ধের উপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘বাংলার মাটি বাংলার জল’ ও ‘স্বাধীনতা আমার স্বাধীনতা’ প্রদর্শন এবং দিবসটি উপলক্ষ্যে মহামান্য রাষ্ট্রপতি ও মাননীয় প্রধানমন্ত্রী প্রদত্ত বাণী উপস্থিত সকলের মধ্যে পাঠ করে শুনানো হয়। বাদ যোহর কার্যালয়ের জামে মসজিদে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মহান মুক্তিযুদ্ধে শাহাদাত বরণকারী সকলের বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। সকল কর্মসূচিতে কর্তব্যরত ব্যতীত কার্যালয়ের সকল কর্মকর্তা-কর্মচারী, আনসার ব্যাটালিয়ন সদস্য, সাধারণ আনসার সদস্য উপস্থিত ছিলেন। এছাড়াও দিবসটি উদযাপনে জেলা কমান্ড্যান্টের কার্যালয় মেহেরপুর কর্তৃক দৃশ্যমান স্থানে প্যানাফ্ল্যাক্স ব্যানার স্থাপন, অফিস ভবন ও প্রধান ফটকে জাঁকজমকপূর্ণভাবে আলোকসজ্জার ব্যবস্থা করা হয়।

Attachments
Publish Date
26/03/2024
Archieve Date
31/03/2024