আজ ২৯ অক্টোবর রবিবার হরতাল পরিস্থিতিতে মেহেরপুর জেলার আইন-শৃঙ্খলা রক্ষায় মেহেরপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয় প্রয়োজনীয় নিরাপত্তামূলক কার্যক্রম হাত নিয়েছে। সকাল ১০০০ টা হতে সন্ধ্যা ০৬০০ টা পর্যন্ত জেলার তিনিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে (ওজোপাডিকো লি., পল্লীবিদ্যুৎ, নতুন বাসস্ট্যান্ড মোড়) ১৫ জন সদস্যের একটি সশস্ত্র টিম মোতায়েন করা হয়। এ টিমের মধ্যে ৯ জন বিভিন্ন পদবির ব্যাটালিয়ন আনসার ও ৬ জন বিভিন্ন পদবির অঙ্গীভূত আনসার রয়েছেন। বাহিনীর মহাপরিচালক মহোদয়ের নির্দেশক্রমে রেঞ্জ কমান্ডার, খুলনা রেঞ্জ, খুলনা’র নির্দেশনা মোতাবেক এবং জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের সাথে সমন্বয় করে চলমান পরিস্থিতে আইন-শৃঙ্খলা রক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS