Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


Title
21 Days VDP Basic Training (Male) 6th Phase Selection Program with Arms
Details

এতদ্দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রশিক্ষণ নির্দেশিকা ২০২৩-২০২৪, বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সদর দপ্তর প্রশিক্ষণ (ভিডিপি) শাখার স্মারক নং-৪৪.০৩.০০০০.০৬২.৩২.০৩২.২৩-২০১; তারিখ : ৩০/০৮/২০২৩ খ্রি. এবং স্মারক নং-৪৪.০৩.০০০০.০৬২.৩২.০৩২.২৩-২৩৯; তারিখ : ০২-১০-২০২৩ খ্রি. মোতাবেক জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর এ আগামী ২৬-১১-২০২৩ খ্রি. হতে ১৬-১২-২০২৩ খ্রি. পর্যন্ত মোট ২১ দিন মেয়াদি জেলাভিত্তিক অস্ত্রসহ ভিডিপি মৌলিক প্রশিক্ষণ (পুরুষ∑৬ষ্ঠ ধাপ) অনুষ্ঠিত হবে। উক্ত প্রশিক্ষণের প্রার্থী বাছাই কার্যক্রম আগামী ২০-১১-২০২৩ খ্রি. সকাল ০৯০০ ঘটিকায় জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর অফিস প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এমতাবস্থায় উক্ত প্রশিক্ষণে অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীদের জেলা কমান্ড্যান্টের কার্যালয়, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, মেহেরপুর অফিস প্রাঙ্গণে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা হলো।


যোগ্যতা ও শর্তাবলি:

১। ভিডিপি প্লাটুনভুক্ত সদস্য হতে হবে;

২। ন্যূনতম ৮ম শ্রেণি পাশ হতে হবে (তদূর্ধ্বদের অগ্রাধিকার দেয়া হবে);

৩। প্রার্থীর বয়স ১৮-৩০ বছর হতে হবে;

৪। সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে;

৫। সর্বনিম্ন উচ্চতা ৫'-৪" তবে অধিক উচ্চতাধারীদের অগ্রাধিকার দেয়া হবে;

৬। প্রার্থীকে স্বেচ্ছাসেবায় আগ্রহী হতে হবে;

৭। প্রার্থীকে এলাকায় সুনামের অধিকারী হতে হবে;

৮। সাজাপ্রাপ্ত/দণ্ডিত ও মামলায় জড়িত ব্যক্তিকে প্রশিক্ষণার্থী হিসেবে বাছাই করা যাবে না;

৯। প্রার্থীকে স্থানীয় চেয়ারম্যান/কাউন্সিলর কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব ও চারিত্রিক প্রত্যয়নপত্র জমা দিতে হবে;

১০। যারা গ্রামের স্থায়ী বাসিন্দা এবং নিজ এলাকায় কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এ ধরনের প্রশিক্ষণার্থীকে বাছাইয়ের ক্ষেত্রে

      অগ্রাধিকার দেয়া হবে;

১১। প্রার্থীকে জাতীয় পরিচয়পত্রধারী হতে হবে;

১২। উপজেলার প্রতি ইউনিয়ন হতে প্রশিক্ষণার্থী বাছাই করতে হবে।


প্রয়োজনীয় কাগজপত্র (যা সঙ্গে আনতে হবে):

১। শিক্ষাগত যোগ্যতার মূল সনদসহ ফটোকপি;

২। ইউনিয়ন/পৌরসভা চেয়ারম্যানের চারিত্রিক সনদপত্রের মূল কপিসহ ফটোকপি;

৩। জাতীয় পরিচয়পত্র/ভোটার আইডি কার্ড (ফটোকপিসহ মূল কপি);

৪। সত্যায়িত ছবি- ০২ (দুই) কপি।

Images
Attachments
Publish Date
16/11/2023
Archieve Date
20/11/2023