Wellcome to National Portal
Main Comtent Skiped

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চলমান কর্মসূচিতে যোগ দিন, দেশ সেবায় এগিয়ে আসুন।  


Title
Tree Plantation Campaign-2025
Details

"পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে অদ্য ১৮.০৮. ২০২৫ খ্রিস্টাব্দ জেলা কমা‌ন্ড্যান্ট এর কার্যালয় মেহেরপুর কর্তৃক অত্র জেলাধীন ২টি উপজেলায়(সদর ও গাংনী)বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধন  করা হয়। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে সদর ও গাংনী উপজেলা  কর্মকর্তাসহ উপজেলার বিভিন্ন ভাতাভোগী সদস্য/ সদস্যা,ভিডিপি সদস্য/ সদস্যা উপস্থিত ছিলেন। কর্মসূচী শেষে দেশ ও জাতি এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Attachments
Image
Publish Date
18/08/2025
Archieve Date
30/10/2025